|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : কৃষি সমাজসেবা প্রতিবন্ধী সেবা সমিতি দয়ালের মোড়। প্রতিবছরের ন্যায় এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া ও মানসিকভাবে তারা ভেঙে না পড়ে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ সেচ্ছাসেবি সংগঠনের। গতকাল তারা প্রায় চারশতাধিক প্রতিবন্ধী ব্যক্তিদের শীতবস্ত্র তুলে দিলেন আর এই কার্যক্রমে সহায়তা করেছেন রামকৃষ্ণ আশ্রম নিমপীঠ। এই সমস্ত ব্যক্তিদের বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যম দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সংগঠনের কর্মকর্তারা। আগামী দিনগুলিতে যাতে স্বাভাবিক ভাবে জীবন-জীবিকা নির্বাহ করতে পারে এই সমস্ত প্রতিবন্ধীরা তারই লক্ষ্য নিয়েই এই প্রতিষ্ঠান সদা সর্বদাই মানুষের সেবায়।