আবার কুলতলিতে ব্যাপক বোমাবাজি আহত চার, পাঁচ ব্যক্তি কে আটক করেছেন কুলতলি থানার পুলিশ

আবার কুলতলিতে ব্যাপক বোমাবাজি আহত চার, পাঁচ ব্যক্তি কে আটক করেছেন কুলতলি থানার পুলিশ

     

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলি বিধানসভার নলগোড়া অঞ্চলের ঘটনা। গতকাল রাতে দুই রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক বোমাবাজি পরবর্তীতে ব্যাপক মারামারী তাতে একজনকে ভর্তি করা হয়েছে কলকাতা এস এস কে এম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ অধিকারী । সাত নাম্বার নলগোড়ায় দলীয় প্রচার করার সময় নলগোড়া অঞ্চল প্রধান রিজিয়া সর্দারের স্বামী হালিম সর্দারের দলবল হামলা চালায় বলে অভিযোগ করেছেন নলগোড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ঘোষ। তাকে ও আতিয়ার রহমান লস্কর কে মারধর করে এমনই জানালেন । আর প্রদ্যুত অধিকারীর মাথায় সতেরো টি সেলাই হয়েছে। অপর দিকে তৃণমূল কংগ্রেসের ছোড়া বোমের আঘাতে হালিম সর্দার ও তার সাথে থাকা ইসরাফিল রায়দিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছেন । সি পি আই এম এর অভিযোগ গতকাল ঘটিহারানিয়া বাজারে দলীয় প্রচার সেরে বাড়ি ফেরার সময় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় ও বোমা মারে তাতে হালিম সর্দার আহত হন তার বুকে ও পিঠে চোট লাগে , স্থানীয় সিপিআইএম কর্মীরা হালিম সর্দার কে রায়দিঘি হাসপাতালে ভর্তি করেন। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের দখল নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে চাপা ক্ষোব ছিল বলে মনে করছেন স্থানীয়রা। অঞ্চল কে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে হিংসাত্মক এমনই ঘটনা দেখা গেল দক্ষিণ 24 পরগনা জয়নগর 2 ব্লকের নলগোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। যেখানে গতকাল নলগোড়া অঞ্চলের প্রধান রিজিয়া সর্দার এর স্বামী হালিম সর্দার নয় নম্বর সোনাটিকারী আক্রান্ত হন , আক্রান্ত হওয়ার ঘটনায় পর সাত নাম্বারে প্রদ্যুৎ অধিকারী আতিয়ার রহমান লস্কর প্রদীপ ঘোষ কে রিজিয়া সরদারের স্বামী হালিম সরদার এর বাহিনী রাস্তায় ফেলে লাঠি ,রর্ড দিয়ে প্রচন্ড মারধর করে আর তাতে প্রদ্যুৎ অধিকারের মাথায় ১৭ টি সেলাই বর্তমান তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন । ঘটনা স্থলে কুলতলী থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। এই মুহূর্তে পুলিশ প্রিকেট বসানো হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশাল পুলিশবাহিনী টহল দিচ্ছে। পাঁচ জন কে আটক করেছেন কুলতলি থানার পুলিশ ।