কুলতলীর গৌড়ের চকে বাঘের আনাগোনা আতঙ্কিত এলাকাবাসী

বাবুল হাসান লস্কর,দক্ষিণ চব্বিশ পরগনা : দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের গৌড়ের চক যেখানে নদী সংলগ্ন ঘন ম্যানগ্রোভ অরণ্য তার পাশে নদী বাঁধ আর নদীবাধের পাশেই বিশাল আকারের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন চিংড়ি চাষের খামারের চারপাশে মিন ধরা নেট দিয়ে ঘেরা থাকার পরেও লোকালয়ে আসতে পারেনি সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। বাঘ বাধা পেয়ে নদী বাঁধে বাঘের বিচরণ। সকালে স্থানীয়রা প্রাত কাজ সারতে এসে তারা দেখতে পায় বিশাল আকারের রয়েল বেঙ্গল টাইগার নদীর রাস্তায় উপরে ঘোরাফেরা করছে। গৌড়ের চকের চিংড়ি চাষের সঙ্গে যুক্ত কর্মীরা তড়িঘড়ি তারা নিকটবর্তী কুলতলী বনদপ্তরের খবর দেন। কুলতলী বনদপ্তর এর কর্মীরা তাদের ঊর্ধ্বতন আধিকারিক তথা রায়দিঘি রেঞ্জার অফিসে বিষয়টি জানান। এ খবর পৌঁছায় দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগীয় বনদপ্তরে। সাথে সাথে কুলতলী বিটের দায়িত্বে কুলতলীর কুইক রেসপন্স টাইগার টিম সংযোগ কমিটির সদস্যদের নিয়ে আনুমানিক দেড় কিলোমিটার ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এলাকা যাতে কোনভাবেই আশে পাশে থাকা পাকা ধানের ক্ষেতে কিংবা লোকালয়ে বাঘ না আসতে পারে। এলাকাবাসীরা যাতে নির্দ্বিধায় বসবাস করতে পারে। আতঙ্ক ছাড়া স্বাভাবিক থাকতে পারে। গত বছরের ডিসেম্বর মাসে এই এলাকায় তিন চার দিন বাঘের আনাগোনা থাকার পরও বনদপ্তরে কর্মীদের সহযোগিতায় গভীর জঙ্গল বাঘের বিচরণ ভূমিতে তাড়িয়ে দেয়া হয়। দেখা যাক এই মুহূর্তে চলছে বাঘ শুমারির কাজ তাতেই বনকর্মীরা ব্যস্ত তার মধ্যে লোকালয়ে বাঘ। এই গৌড়ের চক নদী বাঁধ সংলগ্ন এলাকায় ঘন জঙ্গল । স্থানীয় বাসিন্দার সোমনাথ মাঝি একাদশী প্রধান ও শুকদেব প্রধানের কথায় লোকালায় সংলগ্ন গভীর জঙ্গল তাই বাঘ প্রায় চলে আসে, আর এবার তার ব্যতিক্রম দেখা যাক বাঘ লোকালয় সংলং এলাকায় আছে কিনা জঙ্গলে গভীর জঙ্গলে চলে গেছে বনদপ্তরের কর্মীরা কিছু সময় ধরে তারা বাঘ খুঁজতে শুরু করে। দেখা যাক বাঘ লোকলায় সংলগ্ন জায়গা আছে কিনা গভীর জঙ্গলে চলে গেছে তবে আতঙ্ক কাটছেনা গৌড়ের চকে