কুলতলীর সমাজসেবী জন সেবাশ্রম সংঘের কর্ণধার মানুষের সাথে মানুষের পাশে

কুলতলীর সমাজসেবী জন সেবাশ্রম সংঘের কর্ণধার মানুষের সাথে মানুষের পাশে

     

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :

    করোনা মহামারিতে যখন মানুষ গৃহবন্দি,প্রশাসনের সতর্কবার্তা,বাড়ির বাহিরে বিনা কারণে যাবেন না । আর সেই সময়ের অনাহারে অর্ধাহারে থাকা পরিবারের সদস্যদের পাশে সমাজ কর্মী নজরুল ইসলাম লস্কর ।কোন ভাবেই খবর পেলে সেই পরিবারের সদস্যদের পাশে রান্না করা খাবার কিম্বা নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র তুলে দিতে একটু ও বিলম্ব করেন নি । প্রায় এগারো মাস কাটলে ও এখনো প্রতিদিন রুটিন মাফিক কোথাও তুলে দিচ্ছেন খাতা,পেন্সিল,তথা স্টেসনারি মেটেরিয়াল, আবার কোথাও বা চাল,ডাল,তেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। আবার কোথাও বা শাড়ি, কম্বল,পোশাক , কখনো বা ওষুধ পত্র । পরিসংখ্যান অনুযায়ী প্রায় পাঁচ হাজারের অধিক সংখ্যক মানুষ কে সহযোগিতা করেছেন । নিজের জীবনের ঝুঁকি নিয়েও মানুষের কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন । আর এই কাজে বিভিন্ন প্রান্তের সেচ্ছা সেবি সংগঠন তার সঙ্গে দেখা করেন । এমনই মহৎ ব্যক্তি বর্গ,গাঙ্গেয় সুন্দরবন এলাকায় শতার্ধ বাঘের আক্রমণে নিহত ও আহত পরিবারের সদস্যদের মুখে দুই মুঠো অন্য তুলে দিয়েছেন । আমফানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন এলাকায় অধিক সংখ্যক চারা গাছ লাগিয়েছেন । আর এই সংগঠনের কর্ণধার কিছু না তুলে দিলে ঐ সমস্ত পরিবার কে আর দেখা মিলত না। এমনই জানিয়েছেন কিছু পরিবার । এক পৌড়ার কথায় বাবা আমার ছেলে মেয়েরা আমকে দেখে না ,আমি শীতে কাঁপছি এমতো সময়ে কিছু শুকনো খাবার ও শীত বস্ত্র আমাকে দিলেন । শুধু আমাকে নয়, আমার মতো অগণিত মানুষের সাহায্য করেন। নিজস্ব উদ্যোগে স্কুল পরিচালিত হয় যেখানে কয়েক শত ছাত্র-ছাত্রী পড়াশোনা করতো, লগ ডাউন চলায় স্কুল পড়ুয়ারা বাড়িতে পড়াশোনা করছে কিনা তা তদারকি করার জন্য শিক্ষকদের এই কাজে নিয়োজিত করেছেন ।

     

    এলাকার মানুষের কাছে এক পরিচিত ব্যক্তি , আগামী দিন গুলিতে এমনই দেখা মিলুক।