কুলটিতে সাহিত্য সংস্কৃতি প্রসার সমিতির সাহিত্য সভা

সুর ইসলাম,মেমারি : ৬মে,পূর্ব বর্ধমান জেলার কুলটি তে কবি রাম পাত্রের আহবানে সাহিত্য সংস্কৃতি প্রসার সমিতির উদ্যোগে আয়োজিত সাহিত্য সভায় সংস্থার রাজ্য সম্পাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় সান্ধ্যাকলীন এক মনোজ্ঞ সাহিত্য সভার আয়োজন করা হয়।অশোক মুখোপাধ্যায়,শ্যামল ভট্টাচার্য্য, বাসুদেব মাল, শুভাশিস মুখার্জী,টুলটুল গাঙ্গুলী,দেবকী দুলাল চক্রবর্তী, বনমালী ঘোষ,বাদল বর্মন, সুফি রফিক উল ইসলাম,বিমল চন্দ্র পাল,মলয় চন্দ্র হালদার, অনিন্দিতা পাল, সুলেখা দাস,বিমল বসু কৌশিক শীল,সাধন হালদার,প্রিয়ব্রত দাস, গোলক বিহারী পাল প্রমুখ প্রায় ত্রিশ জন কবিতা পাঠ, সঙ্গীত,বক্তব্য, আলোচনা এবং হাস্যকৌতুক প্রভৃতির মধ্য দিয়ে সুচারু অনুষ্ঠানটি কে মাতিয়ে তোলেন। এদিন সামনে আগত উনিশে মে ভাষা শহীদ দিবস কে স্মরণ করার সঙ্গে সঙ্গে অমর একুশে ফেব্রুয়ারী এবং রবীন্দ্র জন্মজয়ন্তী পঁচিশে বৈশাখ কেও স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়। উদ্যোক্তাদের পক্ষে কবি রাম পাত্রের নিকট হতে আরো জানা যায় দুই দিন ব্যাপী এই মহতী অনুষ্ঠানে নামগান, বাউল সঙ্গীত ও যাত্রাপালার আয়োজন করা হয়।প্রায় ৬৮ বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে এবং উত্তরসূরী হিসেবে উদ্যোক্তাগণ তা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।