বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সূচনা কুলতলিতে

নতুন গতি,কুলতলি:

    দঃ 24 পরগনার কুলতলি গোপালগঞ্জ অঞ্চলের নদীনালা বেষ্টিত চার নাম্বার গরানকাঠি যেখানে আমফানে নদীবাঁধ ভেঙ্গে কয়েক হেক্টর জমি জলের পরিপূর্ণ হয়ে ছিল । এখনো পর্যন্ত তেমন কোন উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে মনে হচ্ছে না, দেখা গেল কয়েক কিলোমিটার কাঁচা রাস্তা আর,বর্ষায় যাতায়াত করার অযোগ্য হয়ে ওঠে । কয়েক কিলোমিটার দূরে প্রাথমিক বিদ্যালয়, এলাকার মানুষের চাহিদা কে মান্যতা দিতে প্রাথমিক বিদ্যালয় তৈরির পরিকল্পনা গ্রহণ করেছেন । সাথে সাথে স্বাস্থ্য পরিষেবা পেতে সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন । ক্লাব কর্মকর্তার কথায় জানা গেল ইতিপূর্বে কয়েক শত শিক্ষার্থীদের সমস্ত রকমের সহযোগিতা করছেন সুন্দরবনের বাঘে খাওয়া পরিবারের পাশে ও তারা ।
    বছর বছর সুন্দরবনের ভূমি পুত্রদের মৃত্যু মিছিল চলছে তো চলছেই! এরপর ও সরকারের থেকে সুবিধা না পাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য DR PURNENDU ROY গিনিস বুক অফ কোম্পানির পক্ষ থেকে আজ কৃর্তি ছাত্র-ছাত্রীদের মানপত্র প্রধান, খেলাধুলা অংশগ্রহণকারী দের পুরস্কার পুরস্কার বিতরণ, মায়েদের স্যানিটারি ন্যাপকিন প্রদান ছাত্র-ছাত্রীদের জন্য টেসনারী মেটেরিয়াল সহ । নরনারায়ণ সেবার মাধ্যমে মানুষের সাথে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকা বাসী সাধুবাদ জানায় ।।