কুলতলী কুন্দখালীতে কুপিয়ে খুন

 

    সাকিব হাসান,নতুন গতি , কুলতলী:

    দক্ষীন২৪পরগনার কুলতলীর কুন্দখালীর গোদাবর অঞ্চলের বেড়ের হাট সন্নিকটে AJANTA-2 ইট ভাটায় বসেথাকায় হটাৎ আচমকায় পিছনথেকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে খুনকরা হলো শুকুর আলী ঢালী (বুলেট) পিতা আহাদ আলী ঢালি।
    এমত অবস্থায় স্থানীয়রা বুলেট কে ক্ষত বিক্ষত দেহ কে উদ্ধার করে হাসপাতালে আনায় ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেন।এমতবস্থায় এখনো পর্যন্ত দুস্কৃতির নাম যানা যায়নি ,তবেকি এটা ব্যক্তিগত শত্রুতা,নাকি রাজনৈতিক চক্রান্ত

    এলাকার মানুষ কি তাহলে ভাববে বিধান সভার ভোট আসার আগে এভাবে কি গষ্টিদ্ধন্দ চলতে থাকবে?তাইনিয়ে এলাকার মানুষ জন আতঙ্কে।
    কুলতলী থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে হাজির এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য ডাকা হয়।