|
---|
দেবজিৎ মুখার্জি: সনাতন ধর্ম নিয়ে এবার কুমন্তব্য করলেন ডিএমকে এর আরেক নেতা এ রাজা। তিনি বলেন, “সনাতন ধর্ম আসলে অনেক বেশি সংক্রামক। এর তুলনা কুষ্ঠ বা এইচআইভির সঙ্গে হওয়া উচিত। উদয়নিধি স্ট্যালিন অনেক নরম করে বলেছেন।”
অন্যদিকে বেফাঁস মন্তব্য করেন কর্ণাটকের মুখ্যমনন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি বলেন, “আমি একবার কেরলের একটি মন্দিরে গিয়েছিলাম। মন্দির কর্তৃপক্ষ আমাকে জামা খুলে ভিতরে ঢুকতে বলে। আমি মন্দিরে আর ঢুকিনি। কর্তৃপক্ষকে বলি বাইরে থেকেই প্রার্থনা করবো। ওরা সবাইকে জামা খুলতে বলে না। মানুষ বেছে বেছে বলে। এটা অনৈতিক কাজ। ঈশ্বরের কাছে সকলেই সমান।”