|
---|
নিজস্ব সংবাদদাতা : গত দুই বছর করোনার কারণে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো সেভাবে অনুষ্ঠিত হতে পারেনি। এই বছর পরিস্থিতি স্বাভাবিক নির্দিষ্ট প্রথা মেনে অনুষ্ঠিত হলো কুমারী পুজো। এদিন সকাল ন’টা থেকে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের কুমারী পুজো শুরু হয়। তবে সামনের সারিতে দর্শকদের বসার ক্ষেত্রে ছিল নিষেধাজ্ঞা, দূরে থেকেই দর্শকদের দেখতে হয়েছে কুমারী পুজো।
পাশাপাশি এদিন বেলুড়মঠেও কুমারী পূজা অনুষ্ঠিত হয়, দুপুর পেরোলেই সন্ধিপূজো অষ্টমী পেরিয়ে নবমীতে প্রবেশ। রয়েছে আর মাত্র 2 দিন, তাই আপামোর জনসাধারণ কোন মুহূর্তেকে মিস করতে চাইছে না। অষ্টমীর সকাল থেকে বিভিন্ন পুজো মণ্ডপ গুলিতে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।