ঘটা করে অনুষ্ঠিত হয়ে গেল রহরা রামকৃষ্ণ মিশনের কুমারী পুজো

নিজস্ব সংবাদদাতা : গতকাল ছিল মহা অষ্টমী, এই পূর্ণ তিথিতে রহড়া রামকৃষ্ণ মিশনে প্রতিবছরের মতো এই বছর আয়োজন করা হয়েছিল কুমারী পুজোর।ঐকরোনা আবহাওয়ার কারণে গত দুই বছর , সেইভাবে অনুষ্ঠিত হতে পারেনি। এই বছর পরিস্থিতি স্বাভাবিক হবার কারণে আয়োজন করা হয়েছিল কুমারী পুজোর।

    এই পুজোর খ্যাতি রয়েছে গোটা রাজ্য জুড়ে।