|
---|
মহম্মদ রিপন বীরভূম : সভ্যতার উষালগ্ন থেকেই মানুষ আপদে-বিপদে একে অন্যের পাশে এসে দাঁড়িয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দুঃস্থ মানবতার পাশে এসে দাঁড়ানো এবং ব্যথিত জনের দুঃখ-কষ্ট, যন্ত্রণা এবং হাহাকার দূর করে মুখে হাসি ফুটানোই হলো মহৎ হৃদয়ের মানুষের স্বভাবজাত ধর্ম। আজকের দিনে অন্যের জীবন বাঁচাতে ‘স্বেচ্ছায় রক্তদান’ কর্মসূচি মানবতার নতুন অধ্যায় সূচনা করেছে। নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানোর উদ্যোগ মানুষকে মানবতাবোধে সমৃদ্ধ করে তোলে। এবার সেই পথেই হাঁটল কুশমোড় রুর্যাল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট সোসাইটি । কুশমোড় বিএড কলেজে এই সংস্থা একটি রক্তদান শিবিরের আয়োজন করে। এই সংস্থার সম্পাদক ফজলে এলাহী কথায় বর্তমানে ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে আমরা চাই সমাজের সর্বস্তরের মানুষ এই রক্তদানে অংশগ্রহণ করে রক্ত দান করে সেই রক্তের সংকট মেটাক এবং যুব সম্প্রদায়কে রক্তদানে আগ্রহী করে তোলাই মূল লক্ষ্য ছিল আমাদের। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সদস্য শুভাশিস ব্যানার্জি, বাউল শিল্পী প্রকাশ মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক আব্দুল সামাদ মানিক চাঁদ শেখ, প্যারে মোহাম্মদ,মহম্মদ শামসুল আলম প্রমুখ ব্যক্তিত্ব। রক্তদান শিবিরটি করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল রৌনাক হেলথ কেয়ার ও গোলাম মেডিক্যাল। মোট 50 জন ব্যক্তি এই শিবিরে রক্ত দান করে। রক্তদানের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ।