|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: রুশ হামলায় রীতিমতো শশ্মানে পরিণত হয়েছে মারিওপোল। এই পরিস্থিতিতে সেখানে আটকে থাকা মহিলা, শিশু ও বয়স্কদের নিরাপদে বের করে আনতে মানবিক করিডর তৈরির বিষয়ে একমত কিয়েভ ও মস্কো।
ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক টেলিগ্রামে লেখেন “আমরা মারিওপোল থেকে মহিলা, শিশু ও বয়স্কদের নিরাপদে বের করে আনতে প্রাথমিক ভাবে একটি মানবিক করিডর তৈরির বিষয়ে একমত হয়েছি।”
ভেরেশচুকের বক্তব্য “মারিওপোলে আটকে পড়া আম জনতাকে উদ্ধার করে জাপরজাই শহরে নিয়ে যাওয়া হবে। সমস্ত মহিলা, শিশু ও বয়স্করা নির্ধারিত স্থানে জড়ো হন। পরিস্থিতির চাপে প্রস্তাবিত করিডরে প্রয়োজনে বদল ঘটতে পারে।”