নতুন গতি নিউজ ডেস্ক: প্রত্যাঘাত কিয়েভের। তাদের দাবি রুশ আগ্রাসন থেকে খারকভ এবং ডেরহাচি শহর করা হয়েছে পুনরুদ্ধার।
সূত্রের খবর, খারকভের প্রশাসনিক প্রধান ওলে সিনেগুবোভ জানিয়েছেন, শহরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিল। কিন্তু পালটা হামলায় রুশ সেনার দখল থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে খারকভ। একই পরিস্থিতি ডেরহাচিরও।