অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সোরোনবয় জিনবেকভ

অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সোরোনবয় জিনবেকভ

     

    নতুন গতি ওয়েব ডেস্ক: অনেক টালবাহানার পর অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সোরোনবয় জিনবেকভ। বিশেষজ্ঞদের অনুমান, এবার হয়ত দেশজোড়া উত্তাল পরিস্থিতি শান্ত হবে। উল্লেখ্য, গত ৪ অক্টোবর মধ্য এশিয়ার এই দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হয়। যাতে প্রেসিডেন্ট জিনবেকভের ক্ষমতাসীন শিবির পুনরায় সংখ্যাগরিষ্ঠতা পায়। এই ফলাফল নিয়েই দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনে যা রীতিমতো গণঅভ্য‍ুত্থানে পরিণত হয়। অভিযোগ ওঠে, নির্বাচনে ব্যাপক কারচুপি করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছেন প্রেসিডেন্ট জিনবেকভ। তাই অবিলম্বে তাঁকে পদত্যাগ করতে হবে এবং নির্বাচনী ফলাফল বাতিল করে নতুন করে নির্বাচন করতে হবে।

     

    এমতাবস্থায় ক’দিন আগে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী অ্যালমাজবেক বাতিরবেকভ। তাঁর স্থলাভিষিক্ত হন সদ্য কারামুক্ত সাদির জাপারভ। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জিনবেকভও পদত্যাগ করলেন। তারপর দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে পদত্যাগ করলাম। যাতে উদ্ভ(ত জটিলতার অবসান হয় এবং রক্তপাত না হয়। উল্লেখ্য, ৬ অক্টোবর ভোটের ফলাফল প্রকাশের পরেই পথে নামে লক্ষ লক্ষ মানুষ। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে। প্রেসিডেন্ট ভবন চত্বরে আগুন লাগিয়ে দেয়। কারারুদ্ধ এক প্রাক্তন প্রেসিডেন্ট ও জনপ্রিয় জননেতা জাপারভকে জেল ভেঙে মুক্ত করে দেয় উত্তেজিত জনতা। সেই জাপারভই নতুন প্রধানমন্ত্রী হয়ে বুঝিয়ে সুঝিয়ে প্রেসিডেন্ট জিনবেকভকে পদত্যাগে রাজি করান।