ভিনরাজ্যে মৃত শ্রমিকদের পরিবারের সাথে সাক্ষাত করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

সংবাদদাতা, মালদা:

    রবিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম মালদার মানিকচকে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করেন। এদিন সকাল 11 টা নাগাদ মালদা শহর থেকে প্রায় ৩০ কিমি দূরে শোকসন্তপ্ত মানিকচকের এনায়েতপুর গ্রামে আসেন। ভিনরাজ্যে শ্রমিকের মৃত্যুর খবরে গোটা গ্রামে শুধু শোক আর হাহাকার।

    পা বাড়ালেই স্বজন হারানোর কান্না ও হাহাকারের বিষাদে ভিড় করছেন গ্রামের ও বহিরাগত মানুষজন । এদিন মন্ত্রী ছাড়াও জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ইংরেজবাজার বিধানসভার বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্নব ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ দীপক সরকার, মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি আশিস কুন্ডু, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধূরী, সাবিত্রী মিত্র, মৌসম বেনজির নূর সহ অনেকে ।

    গোটা জেলার প্রশাসন কার্যত ছুটে গেছেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে । এদিন মন্ত্রী ফিরাদ হাকিম মৃতের প্রতিটি পরিবারের সঙ্গে দেখা করে রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্য তুলে দেন । মৃত ৯ জনের প্রতিটি পরিবারকে এনায়েতপুর ইউনিয়ন এন্ড লাইব্রেরি মাঠে দুই লক্ষ টাকা করে চেক তুলে দেন । এছাড়া ও এই পরিবারকে সার্বিক উন্নয়নের লক্ষ্যে ভাতা, প্রতি সপ্তাহে খাদ্য সাথী প্রকল্পে ১৫ কেজি করে চাল দেওয়ার কথাও জানিয়েছেন । নানা ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন ।

    উত্তর প্রদেশে এই শ্রমিক মৃত্যুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কিভাবে এই শ্রমিকরা মৃত্যু হল তার প্রকৃত তদন্তের দাবি জানান । মানিকচকের 9 জন শ্রমিকের মৃত্যুতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন গ্রামবাসী থেকে পরিবার পরিজনরা । এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু কালাম আজাদ বলেন, দুর্ঘটনা নাকি নাশকতা সঠিক তদন্ত করে সত্যি ঘটনা বেরিয়ে আসুক । প্রধান আরো বলেন, কয়েক দশক ধরে এলাকার শ্রমিক উত্তর প্রদেশের গালিচার কাজ করছেন। এলাকার প্রায় ৩০০ শ্রমিক ভিন রাজ্যে এই কাজ করে জীবিকা নির্বাহ করেন।

    ৯ জনের মৃত্যুর কথা প্রাথমিকভাবে জানা গেছে । উত্তর প্রদেশের পুলিশ প্রশাসনের সঙ্গে ও যোগাযোগ করে সঠিক কত জনের মৃত্যু হয়েছে সেটাও জানার চেষ্টা করছে রাজ্য সরকার । কীভাবে এতো বড় ঘটনা ঘটল প্রশ্ন তোলেন । সঠিক কারণ খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক । উত্তর প্রদেশের চৌরী এলাকা থেকে মৃত দেহ নিয়ে আনা ও কোথাও কোনো অসুবিধা না হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ।