পাহাড়ে থাকছে না বিদ্যুৎ গভীর সমস্যায় দার্জিলিং এর হোটেলগুলিতে

নিজস্ব সংবাদদাতা: বিদ্যুৎহীন পাহাড়।হ্যা গত সাতদিন ধরে পাহাড়ে চলছে বিদ্যুতের সমস্যা।যার জন্য ভুক্তভোগী হচ্ছেন সাধারন মানুষ থেকে পর্যটক সবাই।সবচাইতে বেশী সমস্যায় পড়ে গেছেন পাহাড়ের হোটেল ব্যাবসায়ীরা।যাদের হোটেল চালানোর জন্য পুরোপুরি বিদ্যুতের উপরে নির্ভর করে চলতে হয়।লাইট না থাকার কারনে হচ্ছে না গরম জল,ফলে পর্যটকেরা না পাচ্ছেন চা,না গরম জল।দিনে নয় ঘন্টা বিদ্যুৎ থাকছে না।ফলে গোটা দিনটাই অপচয় হচ্ছে প্রত্যেক মানুষেরই।যেখানে গরম জল পাওয়া যাচ্ছে না,সেখানে কিভাবে চা কিংবা কফি হবে?দার্জিলিং এ এখন তিনটে বাজলেই অন্ধকার হয়ে যাচ্ছে,ফলে গরম জলের প্রয়োজন বাড়ছে।যখন লাইট আসছে প্রায় কিছুই করা যাচ্ছে না।কিন্তুু কি কারনে এই সমস্যা দেখা দিচ্ছে?গোটা দার্জিলিং এর বিদ্যুৎতের 50%আসে তিস্তা এবং জলঢাকা থেকে।সেখানেই আসল সমস্যা।ঠিকমত বিদ্যুৎ সরবরাহ না হবার জন্য এই সমস্যা তৈরী হচ্ছে।তার মধ্যে আগে দার্জিলিং এ যদি দশহাজার মানুষ থাকতেন এখন বাস করছেন প্রায় এক লক্ষ মানুষ।ফলে চাহিদা বেড়েছে কিন্তুু যোগান বাড়ে নি।সেকারনেই এই অবস্থা। খারাপ অবস্থা ওখানকার স্থানীয় মানুষদেরও বিদ্যুত না থাকায় তারাও কিছুই করতে পারছেন না। পাহাড়ে বিদ্যুতের সমস্যা থাকায় তার প্রভাব পড়েছে সমতলেও।সব কাজই অনলাইনে হওয়ায় বুকিং ঠিকমত হচ্ছে না।দার্জিলিং ঘুরতে এসে বুকিং বাতিল করে পর্যটকেরা ফিরে যাচ্ছেন অন্য জায়গায়। পরিস্থিতি যাতে ঠিক হয় সেকারনে হোটেল মালিকেরা বিধায়ক শান্তা ছেত্রীর কাছে আবেদন জানিয়েছেন পরিস্থিতি যাতে ঠিক হয় তার জন্য।