সাত দিন পেরিয়ে গেলেও খোঁজ পাওয়া গেল না চলন্ত ট্রেন থেকে নিখোঁজ জলপাইগুড়ির মহিলা আইনজীবীর

জলপাইগুড়ি: আইনজীবীর নাম রীনা বাড়রী। জলপাইগুড়ি শহরের মোহন্ত পাড়া সংলগ্ন তরুন দল ক্লাবের খেলার মাঠ সংলগ্ন এলাকায় বাসিন্দা তিনি। জলপাইগুড়ি আদালতে আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন। পুলিশ ও রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আইনজীবী ও পরিবারের তরফ থেকে।

    গত রবিবার রাতে শিয়ালদাহ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠেছিলেন। এস ফোর ৩৩ নম্বর আসনে ছিলেন তিনি।সোমবার সকাল আটটায় জলপাইগুড়ি ফিরে আসার কথা থাকলেও এখন আসেননি। কোথায় আছেন তা নিয়ে ধোয়াশার রয়েছেন পরিবার। অন্যদিকে আইনজীবী রীনার সঙ্গে রাত দশটা নাগাদ শেষবার কথা হয়েছিল পরিবারে। নিখোঁজের পর থেকে জিআপি থানার পুলিশ থেকে পুলিশ এমনকি সিআইডি খোঁজ নেওয়া শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। রবিবার বিকালে নিখোঁজ আইনজীবীর দাদা শিবনাথ বাড়রী‌ জানান আমি আশাবাদী দিদি ফিরে আসবে।

    তিনি আরও বলেন এনজিপি রেল স্টেশনে দিদিকে শেষ বার দেখা গেছে সিসিটিভিতে। আমরা দাবি করছি দ্রুত দিদির খোঁজ করুক প্রশাসন। ‘