লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি ও হকার উচ্ছেদ এবং প্রিপেড স্মার্ট মিটার চালুর বিরুদ্ধে প্রতিবাদ

আয়ুব আলি – উত্তর ২৪ পরগনা : লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ,হকার উচ্ছেদের বিরুদ্ধে এবং প্রিপেড স্মার্ট মিটার চালুর প্রতিবাদে গত ২৪ শে জুলাই বৃহস্পতিবার এস ইউ সি ( আই ) কমিউনিস্ট পার্টির বারাকপুর সাংগঠনিক জেলার নেতা ও কর্মী সমর্থকদের এক মিছিল বারাকপুর স্টেশন থেকে বারাকপুর এস ডি ও অফিসে ডেপুটেশন জমা দিল। এদিনের বিক্ষোভ মিছিলে দাবি করা হয় অবিলম্বে দ্রব্য মূল্যের দাম কমাতে হবে, উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করা যাবে না ও প্রিপেড স্মার্ট মিটার লাগু করা চলবে না। বারাকপুর স্টেশন থেকে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন এস ইউ সি (আই) রাজ্য কমিটির সদস্য এবং বারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক কমরেড় প্রদীপ চৌধুরী।