ইচ্ছে পূরণের লেক পেলিং এ অবস্থিত

নতুন গতি নিউজ ডেস্ক: যদি ইচ্ছা পূরণের সাধ জাগে চলে যাওয়া যেতে পারে সিকিমের পেলিং এ। এখানে রয়েছে ইচ্ছেপূরণ লেক,নাম খেচিপুরি। আর পাঁচটা লোকের মত এই লেকটি অপূর্ব সুন্দর। তবে এর একটা আলাদা পরিচিতি আছে। এই লেকে একটিও পাতা ভাসতে দেখা যায় না, শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। স্থানীয় বাসিন্দারা এই লেক টিকে ইচ্ছেপূরণের লেক বলে। এখানে নাকি প্রার্থনা করলে ইচ্ছে পূরণ হয়, এমন কাহিনী বর্ণিত আছে।

    শিলিগুড়ি থেকে পেলিং এর দূরত্ব 130 কিলোমিটার। পেলিং এর উচ্চতা 6800 ফুট। দার্জিলিং এর মত গেঞ্জি জায়গা নয় পেলিং। তাই যারা নিরিবিলি পছন্দ করেন তাদের পেলিং খুব ভালো লাগবে। পেলিং থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত খেচিপুরি লেক।

    ছোট গাড়ি বা জিপে করে ওই লেকে যাওয়া যায়। লেকে প্রবেশ করার সময় সাইনবোর্ডে লেখা আছে ইচ্ছে পূরণের লেক। এই এখানে মলমূত্র ত্যাগ করা, শোরগোল করা একেবারে নিষিদ্ধ। তাই সব সময় একটা গা ছমছমে ভাব থাকে। আরো এক অদ্ভুত ব্যাপার হলো লেকের দুই পাশে প্রচুর গাছপালা থাকলেও লেকের জলের মধ্যে পাতা পড়ে থাকতে দেখা যায় না। যদি কোন সময় গাছের পাতা লেকের জলে পড়ে, সাথে সাথে পাখিরা সেই পাতা তুলে নিয়ে যায়। অপূর্ব সুন্দর এই জায়গা, প্রচুর পাখি কুজন শুনতে পাওয়া যায়।