|
---|
দেবজিত মুখার্জি, নতুন গতি : অভিনব উদ্যোগ স্বেচ্ছাসেবী সংস্থার। মোবাইল আসক্ত শিশুদের খেলার মাঠে ফিরিয়ে আনতে প্রদান করা হলো খেলার সামগ্রী।
জানা যায় ,রবিবার মুর্শিদাবাদের লালগোলার ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয় শীতবস্তু বিতরণ ও সাংবাদিক সংবর্ধনার। এদিন লালগোলা গোডাউন মোড় এলাকার ১৫০ টি অসহায় দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় কম্বল ও দুস্থ পরিবারের শিশুদের তুলে দেওয়া হয় শীতবস্ত্র। এছাড়াও মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের নির্ভীক সাংবাদিকদের দেওয়া হয় সংবর্ধনা। এদিন প্রায় ১৫ জন সাংবাদিকের হাতে তুলে দেওয়া হয় মানপত্র। এছাড়াও এই প্রোগ্রামের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল বর্তমান প্রজন্মের মোবাইল আসক্ত শিশুদের খেলার মাঠের ফিরিয়ে আনার জন্য খেলার সামগ্রী প্রদান। আর সংগঠনের এমন উদ্যোগ মন কেড়েছে এলাকাবাসীর। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু হোসেন, আবুহেনা ও শহিদুল হক। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হক ও মইনুল হক মুর্তজা, ইমাম আব্দুস সালাম। পুরো সভাটি পরিচালনা করেন বাংলাদেশ হেভেন টিউনের অন্যতম সদস্য মাহবুবুর রহমান। সমাজসেবী মইনুল হক মুর্তজা জানান, মূলত লকডাউন থেকে এই সংগঠনের যাত্রাপথ শুরু। সে সময় গরিব মানুষদের তারা সাহায্য করে । গ্রামের যুবকবৃন্দের উদ্যোগে তৈরি এই সংগঠন। মূলত অসহায় রোগীদের পরিসেবা, রক্তদান ,শিশুদের স্কুলমুখী সহ নানান সমাজসেবা কাজ করে থাকে এই সংস্থা। এলাকার বিশিষ্ট ইমাম আব্দুস সালাম জানান, ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন মূলত মানব সেবায় নিযুক্ত। আজকে যেভাবে তারা অসহায় মানুষদের পাশে দাঁড়ালো এবং শিশুদের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে তা দেখে মূলত আমি আপ্লুত। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুর রাজ্জাক বলেন শীতবস্ত্র প্রদান ও নির্ভীক সাংবাদিকদের মত প্রোগ্রামে আসতে পেরে আমি গর্বিত। এরকম মহান উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।