|
---|
রায়দিঘী:MD:NUR.. ৫ একর জায়গার উপর ১৯ জনকে পাট্টা প্রদান করলেন রায়দিঘী বিধানসভার মাননীয় বিধায়ক ডাঃ অলক জলদাতা, এদিন মথরাপুর দু’নম্বর পঞ্চায়েত সমিতিতে পাট্টা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯ জন পাট্টাপ্রাপকরা পাট্টা হাতে পেয়ে খুবিই খুশি।
প্রতিবছর সুন্দরবন প্রান্তিক এলাকায় নদীর ধারে সরকারি জায়গার ওপরে বসবাস করে থাকেন তারা, প্রতিবছর নদী ভাঙ্গনের ফলে নদী গর্ভে তলিয়ে যায় নদীর পাড়ে বসবাস করার স্থানীয় বাসিন্দাদের জমি। এছাড়াও দীর্ঘদিন ধরে নদীর পাড়ে বসবাস করেন অনেক ব্যক্তি। তাদের জমির নিজস্ব কোন কাগজপত্র না থাকায় একপ্রকার অসহায় অবস্থায় দিনযাপন করতেন তারা। এদিন সেই সমস্ত ব্যক্তিরা জমির পাট্টা হাতে পেলেন। সমস্যার সমাধান করতে মথরাপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রান্তিক মানুষজনের হাতে পাট্টা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই উপলক্ষে এদিন মথরাপুর দু’নম্বর পঞ্চায়েত অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা মহাশয়। উপস্থিত ছিলেন মথরাপুর ২ নম্বর ব্লকের বিডিও সাহেব নাজির হোসেন সাহেব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
কুমড়াপাড়া অঞ্চলে ১৪ জন এবং নগেন্দ্রপুর অঞ্চলে ৫ জনকে পাট্টা প্রদান করলেন।
তাতে খুশি পাট্টাপ্রাপকরা।
দুহাত তুলে দোয়া এবং আশীর্বাদ করে গেলেন পাট্টাপ্রকাররা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা জানিয়েছেন তাদের হাতে পাট্টা তুলে দিয়ে তারা যেমন খুশি তার থেকে বেশি খুশি আমি, তাই আমি ধন্যবাদ জানাই আমদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কে। তার এই অনুপ্রেরণা তার এই দুয়ারে সরকার ক্যাম্পের
মাধ্যমে দলমত নির্বিশেষে যে মানুষের যেটা প্রয়োজন সেটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন,আমি ধন্যবাদ জানাই আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে।
রায়দিঘী থেকে MD: NUR নতুন গতি।