|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- গতকাল গভীর রাতে পৌরসভার ১৪নম্বর ওয়ার্ডে ক্রিক খালের কাছে শান্তি পল্লী এলাকায় হটাৎ ধস নামার কারণে এলাকায় চাঞ্চল্য ছড়ায়,ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার ওই এলাকায় যায়,এবং পৌরসভার পৌরপ্রসাশক প্রতিনিধিদের তৎপরতায় ওই এলাকায় সকল পরিবার কে নিয়ে ডায়মন্ড হারবার হাই স্কুলে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়,ডায়মন্ড হারবার ক্রিক খালের উপর লাল পোল ভেঙ্গে নতুন সংস্কারের ফলে এবং প্রবল বৃষ্টি জনিত কারণে ধস নেমেছে।
ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা তিনি দলবল নিয়ে ১৪নম্বর ওয়ার্ডের শান্তি পল্লীতে সর্বহারা পরিবারেরকে রক্ষা করতে পার বাঁধার কাজ শুরু করেন। সঙ্গে ছিলেন দ: ২৪পরগনা জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মনমহিনি বিশ্বাস এবং কাউন্সিলর দেবকী হালদার ও প্রশাসক মন্ডলী সহ তৃণমূল যুব কংগ্রেসর একাধিক নেতৃতগণ।
ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা জানান মা মাটি মানুষের পাশে দাঁড়াতে এইভাবেই তারা বদ্ধপরিকর। তাই আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করলাম তাদের পাশে দাঁড়ানোর এবং পরবর্তীতে পাশে থাকার আশ্বাস দিয়ে যান।