|
---|
নিজস্ব সংবাদদাতা : অবিরাম বৃষ্টিপাতের কারণে উত্তর সিকিমের ইয়াংথাং এর ১০ নম্বর সড়কের কাছে ধস নেমে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে গিয়েছে। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে যুদ্ধ কালীন তাৎপরতায় রাস্তার মেরামতের কাজ চলছে। আশা রাখা হচ্ছে শুক্রবারের মধ্যে রাস্তা মেরামতি হয়ে যাবে।
উত্তর সিকিমের সংলগ্ন এলাকায় বিকল্প রাস্তার সংখ্যা খুবই কম, তাই ধস নামার কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তার দুই পাশেই প্রচুর যানবাহন আটকে রয়েছে, অনেক পর্যটক আটটা পড়ে রয়েছেন।