|
---|
রাইহানুল হক, মুর্শিদাবাদ:
ভাষা আন্দোলনে এপার বাংলা – ওপার বাংলা বিষয়ক আলোচনা ” বিষয়ক আলোচনা চক্র হয়ে গেলো বহরমপুর বিজন ভট্টাচার্য সভাকক্ষে (সাংবাদিক সংঘে)। রবিবার, ২৪শে ফেব্রুয়ারির সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান মাতৃভাষাপ্রেমী ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত ছিলেন বোধোদয় পত্রিকার সম্পাদক বিপ্লব বিশ্বাস, প্রাক্তন অধ্যক্ষ মজিবুর রহমান, কাবিলপুর উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক ও শিক্ষাবিদ মজিবুর রহমান প্রমুখ। সভার সভাপতিত্ব করেন প্রাক্তন অধ্যাপক সনৎ কর মহাশয় এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অহনা চৌধুরী। প্রবীণ প্রাবন্ধিক আলিমুজ্জামান সাহেবের স্বাগত ভাষণের মধ্য দিয়ে মূল আলোচনা শুরু হয়। শিক্ষাবিদ মজিবুর রহমান এপার বাংলা ও ওপার বাংলার ভাষা আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “উনিশশো বাহান্নর ভাষা আন্দোলনে শহীদ হন মুসলিমরা, আবার উনিশশো একষট্টিতে আসামের বরাক উপত্যকার ভাষা আন্দোলনে শহীদ হন হিন্দুরা। এরফলে ভাষা আন্দোলনের বৃত্ত সম্পূর্ণ হয়।”
বাহান্নর ভাষা আন্দোলনের সৈনিক অধ্যাপক জগদ্বন্ধু বিশ্বাস সেই সময়ের স্মৃতিমন্থন করেন।প্রাবন্ধিক হাসিবুর রহমানের প্রবন্ধপাঠ, সামসুল হালসানা, চিত্রা দত্ত প্রমুখের কবিতাপাঠের মাধ্যমে সভাটি মনোজ্ঞ হয়ে ওঠে।
এদিনের সভার অন্যতম আকর্ষণ ছিলো বিশিষ্ট সাংবাদিক সুবিদ আব্দুল্লাহ সম্পাদিত ‘সহমত’ পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ। ‘সহাবস্থান’ সম্বলিত প্রথম সংখ্যাটির মোড়ক উন্মোচন করেন সমাজসেবী ওয়াহিদ আনসারি মহাশয়।