লড়ির চাকায় পিষ্ট হয়ে ক্ষেতমজুরের মৃত্যু মেমারিতে

নূর আহমেদ,মেমারি, ১৭ জুলাই,সোমবার সাত সকালে মর্মান্তিক মৃত্যু হলো এক ক্ষেতমজুরের। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুরে এক পথদুর্ঘটনায় মৃত্যু হয় ক্ষেতমজুর নাড়ুগোপাল ক্ষেত্রপালের। নিজের এলাকায় চাষের কাজ ও অন্যান্য কাজ না থাকায় পেটের তাদিদে অনত্র কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

    পরিবার সূত্রে জানা যায় এদিন ভোর ৪-২০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বর্ধমানে ধান রোয়ার কাজের জন্য স্বামী স্ত্রী বাইকে করে দেবীপুর রেলস্টেশনে ট্রেন ধরবে বলে যাচ্ছিলেন। আকস্মিক ভাবে দেবীপুর স্টেশন ব্রীজের বটতলার কাছে একটি দশচাকার ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনা স্থলে নাড়ুগোপাল ক্ষেত্রপাল চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়। স্ত্রী সনকা ক্ষেত্রপাল গুরুতর জখন হয়।

    প্রত্যক্ষদর্শীরা দম্পতিকে মেমারি গ্রামীন হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক বাইক আরোহী নাড়ুগোপাল ক্ষেত্রপালকে মৃত বলে ঘোষণা করে ও গুরুতর জখম স্ত্রী সনকা ক্ষেত্রপালকে বর্ধমানে অনাময় হাসপাতালে পাঠান।

    পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠায়। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।