“লতা মঙ্গেশকরের প্রয়াণে দেশের বিরাট ক্ষতি”: পদ্মশ্রী করিমুল হক

জলপাইগুড়ি: লতা মঙ্গেশকরের প্রয়াণে দেশের বিরাট ক্ষতি হল, জলপাইগুড়ির একটি কর্মসূচিতে যোগদান করে এমনিই বললেন পদ্মশ্রী করিমুল হক। রবিবার সকালে ভারত রত্ন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যু হয়। এদিন সকালেই জলপাইগুড়িতে একটি কর্মসূচিতে আসেন পদ্মশ্রী করিমুল হক।

    এই কর্মসূচিতে যোগদান করে ভারত রত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক প্রকাশ করেন করিমুল হক। তিনি জানান, উনার মৃত্যুতে দেশের বিরাট ক্ষতি হল।আমি অনেক ছোটবেলার থেকেই লতাজীর ভক্ত,তার গান শুনতে শুনতেই আমি বড় হয়েছি।আজ শুধুমাত্র মুম্বাই কেন গোটা ভারতের মানুষের কাছে এক বিষাদময় দিন।লতাজীর মতন আর কেউ শুধু ভারতে কেন গোটা পৃথিবীতে আর ফিরে আসবে না।উনি যেখানেই থাকুন ভালো থাকুন জানালেন করিমুল হক।