|
---|
নিউজ ডেস্ক, খড়গপুর: ছিনতাই করতে গিয়ে বাধা পেয়ে শুট আউট। ঘটনাটি ঘটেছে খড়গপুর 60 নম্বর জাতীয় সড়কের জকপুর এলাকায়। জানা গেছে, উড়িষ্যা থেকে কয়লা বোঝায় লরির চালক ও খালাসি জকপুর এলাকায় ব্রিজের নীচে রাত 2টা নাগাদ প্রাতঃকৃত সারতে নেমেছিল। সেই সময় বাইকে করে দুই যুবক সটান সেখানে হাজির হয়। লরির চালককে ভয় দেখিয়ে ছয়হাজার টাকা দুষ্কৃতীরা ছিনিয়ে নেয়। সেই সময় বাধা দিতে যায় লরির খালাসি নাজমুন সাকিন (২২)। তখনই দুষ্কৃতীরা নাজমুন সাকিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লাগে নাজমুলের কপালে। তারপর ফেরার হয় দুষ্কৃতীরা। নাজমুনের বাড়ি কেশপুরের মুগবসান গ্রামে।
ঘটনা ঘটার পর আহত অবস্থায় প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজ ও পরে কলকাতা পিজি হাসপাতালে রেফার করা হয়। জানা গেছে রোগীর অবস্থা আশঙ্কা জনক অবস্থায় আছে। । খড়গপুর লোকাল থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।