সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ আমারকার ভাষা,আমারকার গর্ব’র ওয়েবসাইটের সূচনা

সেখ মহম্মদ ইমরান: ওয়েবসাইটের সূচনা হলো সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ আমরকার ভাষা আমারকার গর্ব’র। করোনা আবহে গত কয়েক​ মাসে ভাষা চর্চা ও সংস্কৃতি চর্চার পাশাপাশি নানা সমাজসেবা মূলক ও পরিবেশ সচেতনতা মূলক কাজের মধ্য দিয়ে জনপ্রিয়তা বাড়িয়েছে এই ফেসবুক গ্রুপ। যুগের সঙ্গে তাল মেলাতে এবার ওয়েবসাইট চালু করলো এই ফেসবুক গ্রুপ। গ্রুপের পরিচালক মন্ডলীর তরফে এডমিন বিশ্বজিৎ পালের বিশেষ উদ্যোগে গ্রুপের সদস্য চঞ্চল পান্ডা প্রাথমিক ভাবে এই ওয়েবসাইট ডিজাইন​ করেছেন।

     

    বৃহস্পতিবার মহালয়া ও বিশ্বকর্মা পূজার সন্ধ্যায় মেদিনীপুর থেকে ফেসবুক গ্রুপে লাইভে এসে এই ওয়েবসাইটির আনুষ্ঠানিক সূচনা করেন করেন গ্রুপের অন্যতম মডারেটর শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। তাঁর আশা আগামীদিনে এই ওয়েবসাইটের সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চাকে নতুন দিশা দেখাবে। ডব্লু, ডব্লু , ডব্লু ডট সুবর্ণরৈখিক ডট ইন টাইপ করে এই ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। ওয়েবসাইটের কাজ আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে ,ধীরে ধীরে ডেভলাপ করা হবে।