|
---|
দেবজিৎ মুখার্জি: ‘২০১৭ সালে উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে রাজ্যে’ উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এমনই বক্তব্য পেশ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এদিন তিনি দাবি করলেন “ধুমধাম করে রাম নবমী পালিত হয়েছে উত্তরপ্রদেশে। রাজ্যের কোথাও অশান্তি হয়নি। প্রথমবার নমাজপাঠ তথা ইদ উৎসব রাস্তা আটকে পালিত হয়নি।”
তিনি আরও জানান “২০১৭ সালে উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে রাজ্যে। সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। আগে মুজাফফরনগর, মিরাট, মোরাদাবাদ-সহ বেশকিছু জায়গায় দাঙ্গা লেগেই থাকত। অনেক ক্ষেত্রেই মাসের পর মাস কার্ফু জারি করতে হত। কিন্তু গত পাঁচ বছরে একটিও দাঙ্গা হয়নি। আমরা বেআইনি কসাইখানা উচ্ছেদ করেছি, গোমাতাদের ভাল রাখতে গোশালা নির্মাণ করেছি। ধর্মীয়স্থানে লাউডস্পিকার বাজানো বন্ধ করে দিয়েছি। আমাদের সরকার ৭০০ ধর্মীয় স্থানের পুনর্নির্মাণ করেছে।”
যদিও বিরোধীরা এই দাবি উড়িয়ে দিয়ে জানায় “ধর্মকে হাতিয়ার করেই নির্বাচনে জিতেছে যোগী। রাজ্যে সংখ্যালঘুরা চরম নির্যাতিত।”