দেশের আইন সবার জন্য সমান; আইনের বাইরে কেউ ন‌ই: মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরীর

নতুন গতি নিউজডেস্ক: মালদা জেলা জমিয়তে উলামার ডাকে সুজাপুর জামিউল উলুম মাদ্রাসায় আমান (শান্তি) ও একতা সম্মেলন অনুষ্ঠিত হল। এদিনের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি তথা রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্ৰন্হগার মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব।

    এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নূরে আলম চৌধুরী, বৌদ্ধ ধর্মগুরু অরুণজ্যোতি ভিক্ষু, বিশ্বকোষ পরিষদের সম্পাদক শ্রী পার্থ সেনগুপ্ত, ক্বারী ফজলুর রহমান, ডঃ সাবাহ ইসমাইল নদভী, জমঈয়তে আহলে হাদিসের সম্পাদক আলমগীর সর্দার,জেলা জমিয়তে উলামার সম্পাদক হাফেজ নজরুল ইসলাম প্রমুখ। মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী বলেন প্রকৃত ধর্ম হিংসা-বিদ্বেষ শেখায় না।

    আর‌এস‌এস বিজেপি চাইছে মুসলমানরা গরম হচ্ছে না কেন? এরা রাস্তায় নামছে না কেন? এরা পেটাপিটি করছে না কেন? তিনি সকলেকে আবেদন করেন যে, ধৈর্য্য ধরুন আমাদেরকে কাজ করতে দিন। ঠান্ডা মাথায় চললে লম্বা রাস্তা চলা যাবে, এখনও সময় আছে। ইমাম সাহেবদের কাছে আবেদন করেন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকাহ ও পীরোত্তর সম্পত্তির কাগজপত্র ঠিক আছে না নেই? নিবন্ধিকৃত কি না? সবগুলো দেখবেন। পরিবারের কাগজপত্র সংশোধন করার চেষ্টা করবেন। প্রয়োজনে আমাদের সাহায্য নিন।এই ভারতবর্ষ আমাদের; হযরত আদম আ. এখান থেকে ৩০০ বার হজ্জ ও ৭০০ বার উমরাহ করেছেন।তোমারা কে হে? আমাদের তাড়িয়ে দেবে। দেশের আইন সবার জন্য সমান; আইনের বাইরে কেউ ন‌ই। মাসলাকী ও ধর্মীয় বিভাজন ভুলে শান্তি সম্প্রীতি ও একতার বার্তা দেন মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা আব্দুল হাই, মুফতি ফাহিম সাহেব, হাফেজ ইয়াসিন সহ জমিয়তে উলামার কর্মী ও বিশিষ্ট ব্যক্তিগণ।