কয়লাপাচারকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে তলব ইডি-র

নতুন গতি নিউজ ডেস্ক: কয়লাপাচারকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে তলব ইডি-র। ১৪ সেপ্টেম্বর দিল্লিতে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।

    ইডি-র আধিকারিকরা কয়লাপাচারকাণ্ডে তদন্ত করছেন। এর আগে রুজিরা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক আইপিএস অফিসারকে তলব করা হয়েছে।  একাধিক কয়লা ব্যবসায়ী, সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁদের বয়ানেই মলয় ঘটকের নাম উঠে আসছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে।