একাধিক দুর্গাপূজার উদ্বোধনে নেত্রী মনমোহিনী বিশ্বাস ও ব্লক সভাপতি গৌতম অধিকারী

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- আপামর বাঙালি তথা বিশ্ব বাসী মেতে আছেন দেবী দূর্গার আরাধনায়, বাংলায় এখন পুজোর আমেজ চলছে। সম্প্রতি দূর্গা পুজোকে ঘিরে উঠে এসেছে নানা আধুনিক বৈচিত্র্য,সেটা মন্ডপ সজ্জা থেকে প্রতিমা সবেতেই। কোথাও থিমের ছোয়া তো কোথাও সাবেকি আনা, সকলেই সকলটে সেরার টেক্কা দিতে প্রস্তুত।এমতাবস্থায় একদম ভিন্ন ভাবনায় পুজোর আয়োজন করেছে মৈনান আমরা সবাই পুজো কমিটি। বাসুল ডাঙ্গা অম্বলহাঁড়া ওয়েল ফেয়ার সোসাইটি সহ অঞ্চলের একাধিক দুর্গাপূজার উদ্বোধন করেন ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী ও ডায়মন্ড হারবার ও যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রী মনমহিনী বিশ্বাস এছাড়াও সঙ্গে উপস্তিত ছিলেন পঞ্চায়েত প্রধান আলপনা হালদার বাসুলডাঙ্গা অঞ্চলের যুব সভাপতি মেহবুব হোসেন মোল্লা,হরিন্ডাঙা অঞ্চলের উপপ্রধান মিজানুর সহ, অঞ্চলের আরো অন্যান্য নেতৃত্ব রা।প্রথম থেকেই ভিন্ন ভাবনায় পুজো তুলে ধরে আসছেন তারা।হয়তো নেই আধুনিকত্বের ছোঁয়া, নেই বিলাসিতা,কিন্তু তাদের ভাবনাটাই সম্পুর্ন আলাদা সকলের থেকে। তাদের ভাবনায় পুজিত হয় নবদূর্গা, পুজো কমিটির পক্ষ থেকে জানা সকলেই প্রতিযোগিতার নেশায় না দৌড়ে ভক্ত দের সামনে মায়ের সব কটি রূপ তুলে ধরার চেষ্টা করে আসছি।গত কয়েক বছরে লোক মুখে নবদূর্গা পুজোর প্রচার হওয়ায় দর্শকের ভীড়ও হয় চোখে পড়ার মতো, পুজোর কটা দিন গোটা এলাকা বাসী সকলে একসাথে পুজোর আনন্দ উপভোগ করে, সপ্তমি থেকে দশমি পর্যন্ত প্রতিদিন সকলের জন্য প্রসাদের ব্যাবস্থা করা হয়।সব মিলিয়ে প্রচারের আলোয় না আসতে পারলেও তারা তাদের ভিন্ন ভাবনায় পুজো করে পুজোর কটা দিন নিজেদের মতো করে আনন্দে পুজো কাটায়, সকলকে সাথে নিয়ে।