|
---|
রতুয়া,শেখ সাদ্দাম: মালদা জেলার রতুয়া বিধানসভার রতুয়া অঞ্চলের রতুয়া পাকুরতলা নবীন প্যারাডাইস ক্লাব এন্ড লাইব্রেরী,আয়োজিত ফাইনাল পর্বের খেলায় মাঠে যেন চাঁদের হাট একসাথে একঝাঁক নেতা মন্ত্রী।
রতুয়া পাকুরতলা নবীন প্যারাডাইস ক্লাব এন্ড লাইব্রেরী,পরিচালনায় চলে আসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল পর্বের খেলা আর এই খেলা কে ঘিরে স্থানীয় ও দূরদূরান্ত থেকে আগত খেলা প্রেমিকের উৎসাহ খেলা আরম্ভ আগে থেকেই ধরা পড়ে ,তারমধ্যে মাঠে এক ঝাঁক নেতা মন্ত্রীর উপস্থিতিতে রতুয়া পাকুরতলা মাঠ যেন চাঁদের হাটের রূপ ধারণ করেফাইনাল পর্বের খেলার অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন,, ছিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস এর সভানেত্রী চন্দনা সরকার, রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি ,মালদা জেলা পরিষদের সদস্য হুমায়ুন কোবির বাজনা সহ অজয় সিং ও মোহাম্মদ হেসামুদ্দিন।