|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ির 40 নং ওয়ার্ডে 10টি পরিবার ঘরছাড়া হয়ে আছে।আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে ওই 10টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দিলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
এছারাও মোট দশটি পরিবারের মোট 14টি বাচ্চার হাতে খাতা পেন এবং ইষ্কুলের সমস্ত সরঞ্জাম তুলে দিলেন তারা।এবং যতদিন না পযর্ন্ত তাদের নিশ্চিত বাসস্থান তৈরী হচ্ছে ততদিন তাদের বাচ্চাদের দায়িত্ব নিলেন তারা।গৌতম দেব এবং রঞ্জন সরকার দুজনেই জানান সরকার যতদিন না পযর্ন্ত এইসব গৃহহীন মানুষদের কোন সংস্থান না হচ্ছে তাদের দায়িত্ব নেবে।