|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: সাম্প্রতিক অতীতে বেশ কয়েক দফায় বীরভূম জেলার বিভিন্ন ব্লক এলাকায় ও একই সাথে রাজনগর এবং তার সংলগ্ন এলাকায় রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা দল বদল করেছেন৷ এমন চিত্র বেশ কয়েকবার চোখে পড়েছে৷ সম্প্রতি বীরভূমের মাধাইপুর সংসদের তৃণমূল কংগ্রেস আয়োজিত কর্মী সভায় ৫০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে৷
স্বভাবতই খুশির হাওয়া স্থানীয় তৃণমূল শিবিরে৷ যদিও বিজিপির পক্ষ থেকে এবিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ এদিন তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লক চেয়ারপার্সন সুকুমার সাধু সহ অন্যান্য স্থানীয় নেতা কর্মীদের উপস্থিতিতে বিজেপি থেকে আসা কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আনুষ্ঠানিক ভাবে৷
এরফলে তৃণমূলের হাত অনেকখানি শক্ত হল বলে মনে করছেন দলীয় নেতা কর্মীরা৷ তবে শুধু এমন চিত্রই নয়, ইতিমধ্যে উক্ত ব্লক ও সংলগ্ন এলাকায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের মতো ঘটনাও ঘটেছে বলে সেই সময় বিজেপির তরফে দাবি করা হয়৷ কোথাও আবার কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানও করেন কেউ কেউ৷