উলটপুরাণ বাঁকুড়ায়, তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান

সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: গত লোকসভা নির্বাচনে বাংলা তে বিজেপি 19 টা পেয়েছিল। এর বাংলার রাজনৈতিক অঙ্ক পুরো পুরি ওলটপালট হয়ে গেছিল। রাতারাতি বিজেপি হয়ে উঠেছিল বাংলার রাজনীতিতে দ্বিতীয় শক্তি। তৃণমূল এর প্রধান প্রতিপক্ষ। লোকসভা নির্বাচনের পরথেকেই কংগ্রেস, সি,পি আই(এম) সহ বামপন্থী দল এমন কি শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা , কর্মী সমর্থকদের একটা বড় অংশের মধ্যে বিজেপি তে যোগ দেওয়ার হিড়িক পড়ে যায়। বছর দুয়েক এর মধ্যে বাংলার রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হয়ে যায়। শুধু বিজেপি কর্মী সমর্থক রা নয় বাংলার সাধারন মানুষের একটা বড়ো অংশ ভেবে নিয়েছিল বাংলার রাজনীতিতে আবার ক্ষমতার পরিবর্তন হবে।কিন্তু এটা ভুলে গেলে চলবেনা রাজনীতি হল সম্ভবতার শিল্প। বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য ছিলো 200 পার করা।কিন্তু 72 তা আসন পেয়ে বিজেপি থেমে গেল। মমতা ব্যানার্জি বিপুল জনসমর্থন নিয়ে সরকার ঘটন করেছে। এই কয়েক মাস বাংলার রাজনীতির সব থেকে চর্চিত বিষয় ভোট পরবর্তী রাজনৈতিক সন্ত্রাস।বিজেপির পক্ষ থেকে বারে বারে অভিযোগ করা হয়েছে যে নির্বাচন পরবর্তী হিংসা তে প্রচুর বিজেপি কর্মী খুন হয়েছে, এখন পর্যন্ত হাজার হাজার মানুষ ঘর ছাড়া।যারা নিজের এলাকায় ঢুকতে পেরেছে তাদের মুচলেকা দিয়ে তৃণমূল এ যোগ দিতে হচ্চে।এই সব ঘটনার মাঝেও বাঁকুড়ার ঘটনা পুরোপুরি ভিন্ন। বিজেপি সূত্রের খবর গত 22.08.21 তারিখে ওন্দা থানার নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের মৌদি বুথের বহু মানুষকে ভয় দেখিয়ে এবং মিথ্যা প্রলোভন দেখিয়ে তৃণমূল এ যোগ দান করিয়ে ছিল প্রাক্তন বিধায়ক।তৃণমূল এ যোগ দেওয়া সেই সব মানুষভুল বুঝতে পেরে বিজেপির রামসাগর কার্যা লয়ে এসে ওন্দা র বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এবং ইন্দাস এর বিজেপি বিধায়ক এর হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেয় এবং বিজেপি তে যোগ দান করে।