|
---|
শিলিগুড়ি: নির্বাচন আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ উঠল তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা প্রশাসক মন্ডলীর সদস্য আলোক চক্রবর্তীর বিরুদ্ধে। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বামেরা। অন্যদিকে, অভিযোগ ভিত্তিহীন বলে দাবী চেয়ারম্যানের। সব মিলিয়ে এবার বোর্ড নিয়ে সরগরম শিলিগুড়ি পুরনিগম।বুধবার, শিলিগুড়ি পুরনিগমের কার্যালয়ে পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া সহ কয়েকজনকে নিয়ে বৈঠক করলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা পুর বোর্ডের সদস্য আলোক চক্রবর্তী। অন্যদিকে, নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে প্রশাসক মন্ডলীর পদ থেকে ইস্তফা দিয়েছে মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব সহ অন্যান্য সদস্যরা। কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে ওই পদে কোনো চেয়ারম্যান নিয়োগ করা হয়নি। পাশাপাশি, নির্বাচন আচরণবিধি চলাকালীন বোর্ডের মিটিং নিয়ে প্রশ্ন তুললেন CPIM নেতা জীবেশ চক্রবর্তী। তার অভিযোগ, নির্বাচন আচরণবিধি লাগু হতে ওই পদ থেকে চেয়ারম্যান গৌতম দেব পদত্যাগ করেছেন, সেক্ষেত্রে এখন চেয়ারম্যান ছাড়াই কিকরে মিটিং করা হচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, সরকারের উচিত ছিল সেখানে নির্দেশিকা জারি করে চেয়ারম্যান পদে নিয়োগ করা। কিন্তু তা করা হয় নি। বরং, তৃণমূলের প্রতীক লাগানো গাড়ি নিয়ে পুরনিগমের কার্যালয়ে এসে জেলা চেয়ারম্যান বোর্ডের মিটিংয়ে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে, ওই গাড়িতেই বেরিয়ে তৃনমুলের হয়ে প্রচার করছেন তিনি।
এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন বামেরা। অন্যদিকে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেন আলোক চক্রবর্তী। তিনি বলেন, কোভিড পরিস্থিতি মোকাবেলায় জরুরিকালীন বৈঠক করা হয়। এখনো পর্যন্ত রাজ্য সরকারের থেকে বোর্ড ভেঙে যাওয়ার কোনো নির্দেশিকা জারি না হওয়ার কারণেই এই বৈঠক করেন তিনি।পাশাপাশি, পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়াও আলোক চক্রবর্তীর কোথায় সহমত প্রকাশ করেন।