আর জি কর ঘটনায় কঠোর শাস্তি দাবি জানিয়ে বাম-কংগ্রেসের রাজনগরে পথ অবরোধ ও প্রতিবাদ মিছিল

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    আর জি কর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বাম কংগ্রেসের পক্ষ থেকে রাজনগরে পথ অবরোধ ও প্রতিবাদ মিছিল করা হলো। আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে বাম কংগ্রেস যৌথভাবে রাজনগরে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করল। উপলক্ষে ইপিআইএম দলীয় কার্যালয় থেকে বাম-কংগ্রেস নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন এবং রাজনগর বাজার পরিক্রমা করেন।

    এরপর কিছুক্ষণ পথ অবরোধ কর্মসূচিও তারা পালন করেন। বাম কংগ্রেসের পক্ষ থেকে আর জি কর কাণ্ডে জড়িত দোষীদের কঠোর শাস্তি দাবি জানানো হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও তারা জানান।

    কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অমর মালি, বামেদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শীতল বাউরি, শুকদেব বাগদি, উত্তম মিস্ত্রি, কালো কোড়া প্রমূখ।