|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন, এই জোট সম্পর্কে নানা ভাবে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে ও হবে। কেউ তাঁতে কান দেবেন না। প্রতারণার ফাঁদে পা দেবেন না। কংগ্রেস বাংলার তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করে সরকার গঠন করবার লক্ষ্যে এগিয়ে যাবে।
আজ বুধবার সকালেই বাম-কংগ্রেসের জোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানে তিনি লেখেন, ‘আগামী নির্বাচনে কংগ্রেস ও কমিউনিস্ট যাকে বলা হয় – বাম ও কংগ্রেস জোট এই বাংলার তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করে সরকার গঠন করবার লক্ষ্যে এগিয়ে যাবে… নানা ভাবে এই জোট সম্পর্কে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে ও হবে। কংগ্রেস ও বাম দলের বন্ধুরা কোনো অপপ্রচারে কান দেবেন না। সংঘবদ্ধ আন্দোলন, সংঘবদ্ধ প্রতিবাদ, সংঘবদ্ধ প্রতিরোধ, সংঘবদ্ধ নির্বাচন, সংঘবদ্ধ জয় আমাদের নিশ্চিত করতে হবে।’