মালদায়, কাশ্মীর জুড়ে ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে রাস্তায় নামল বামফ্রন্ট ও তাদের সহযোগী দলগুলি।

নতুন গতি নিউজ ডেস্ক। মালদায়, কাশ্মীর জুড়ে ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে রাস্তায় নামল বামফ্রন্ট ও তাদের সহযোগী দলগুলি। এদিন বিজেপি-‌র এই তুঘলকি সিন্ধান্তের প্রতিবাদ জানায় তারা। গণতন্ত্রের ঐতিহাসিক পরাজয় বলে স্লোগান তোলেন কর্মী, সমর্থকেরা। সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন,‘‌যে ভাবে দমন পীড়ন চালিয়ে কাশ্মীরের মানুষকে সন্ত্রস্ত করে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে, তার প্রতিবাদ করে সিপিএম। আমরা তার সমর্থন করি না।’‌ এদিন সন্ধেয় শহরের নেতাজি মোড় থেকে তাদের প্রতিবাদ মিছিল বের হয়। শহরের বিভিন্ন পরিক্রমা করে ফোয়ারা মোড়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।