রামপুরহাট পৌরসভা কাটমানি খেয়েছে অভিযোগ তুললেন বামফ্রন্ট।রামপুরহাট পৌরসভা কাটমানি খেয়েছে অভিযোগ তুললেন বামফ্রন্ট।

আজিম শেখ, নতুন গতি। বীরভূমের রামপুরহাট পৌরসভার ১৭ নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত সি.পি.আই (এম) কাউন্সিলার কমঃ সঞ্জীব মল্লিক। বিগত সাত বছর ধরে তৃণমূল পরিচালিত পৌরবোর্ড ওয়ার্ডের কোনো কাজ কাউন্সিলারকে করতে দিচ্ছে না। বেশ কয়েকবার এর প্রতিবাদ করা হয়েছে। চেয়ারম্যানকে চিঠি লিখে জানতে চাওয়া হলে তিনি জানান পার্টির নির্দেশেই এটা করা হচ্ছে। বিগত আর্থিক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ১৮( আঠারো ) লক্ষ টাকা ১৭ নং ওয়ার্ডের জন্য এসেছে সেই টাকা ওয়ার্ডবাসীদের না দিয়ে তৃণমূল কাউন্সিলার রা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে এবং বাকী টাকা পৌরভোটে ওই ওয়ার্ডেই খরচ করার জন্য রাখা হয়েছে। ১৮টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভার সব ওয়ার্ডেই আবাস যোজনার জন্য বাড়ি পিছু ৪০০০০(চল্লিশ ) হাজার করে টাকা নেওয়া হয়েছে।

    তাই আজ সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পাড়া ব্লক কমিটির পক্ষে মহামিছিল ও পাড়া গ্রাম পঞ্চায়েতে 12 দফা দাবিতে বিশাল ডেপুটেশন। মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক কমিটির সভাপতি কমরেড দীনানাথ লোধা,সংগঠনের ব্লক কমিটির সদস্য কমরেড নীতিশ রায়, কমরেড শক্তি মাহতো, কমরেড লক্ষী মহালী, মিডডে মিল ওয়ার্করস য়ুনিয়য়নের ব্লক সভাপতি কমরেড সুব্রত ব্যানার্জি ও গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সভাপতি কমরেড সুনিল মাহতোর উপস্থিতিতে ডেপুটেশন দেন।

    বতর্মানে তৃণমূলের দুই কাউন্সিলারের( অমল ও টিঙ্কু) ফোনের কথোপকথনে কাটমানি নেওয়ার কথা স্পষ্টভাবে প্রমানিত।