শান্তিপূর্ণ বিক্ষোভরত বাম নেতৃত্বের ওপর পুলিশি আক্রমণ ও গ্রেফতারির প্রতিবাদে জলপাইগুড়ি শহরে মিছিল সংগঠিত হয় বামফ্রন্টের ডাকে

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ৩০ ডিসেম্বর: রাজ্য নির্বাচন কমিশন দপ্তরের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভরত বাম নেতৃত্বের ওপর পুলিশি আক্রমণ ও গ্রেফতারির প্রতিবাদে জলপাইগুড়ি শহরে মিছিল সংগঠিত হয় বামফ্রন্টের ডাকে। বৃহস্পতিবার বিকালে জেলা বামফ্রন্ট কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে বিভিসি রোড জেলা বামফ্রন্টের দপ্তরের সামনে এসে শেষ হয়। মিছিলে আওয়াজ ওঠে রাজ্য নির্বাচন কমিশনের নির্লজ্জ আত্মসমর্পণ কে জানাই ধিক্কার, নির্বাচন কমিশন ও তৃণমূলের অশুভ আত্মার ধ্বংস হোক, পুলিশ দিয়ে লড়াই রোখা যায়নি যাবে না। মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্টের নেতৃত্ব ফরওয়ার্ড ব্লক দলের নেতা সুবর্ণ রঞ্জন রুদ্র, অমল গোস্বামী, সিপিআইএম নেতা বিপুল সান্যাল, বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    মিছিল শেষে আহ্বায়ক সলিল আচার্য বলেন রাজ্যজুড়ে প্রশাসন, নির্বাচন কমিশন ও তৃণমূলের যোগসাজশে গণতন্ত্র হরণ এর কর্মযজ্ঞ চলছে। তাই আমরা ডাক দিয়েছি নিজের ভোট নিজে দিন ভোট লুট রুখে দিন। যেভাবে গতকাল রাজ্য নির্বাচন দপ্তরের সামনে থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ এ জমা হওয়া বাম নেতৃত্বকে বিনা প্ররোচনায় আক্রমণ ও গ্রেপ্তার করা হয়েছে তাতে কমিশন ও তৃণমূলের যোগসাজশ স্পষ্ট। জনগণের সংগঠিত ঐক্যই পারে এই লুটেরাদের প্রতিহত করতে আগামী দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় পৌর নির্বাচন হতে চলেছে সেখানেও ভোটলুটের বুক ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে। সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে পুলিশ দিয়ে এই ধরনের আক্রমণ আগামীতেও নামিয়ে আনবে আমরা জনগণকে সাথে নিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পথে যারা বাধা হয়ে দাঁড়াতে চাইছেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম আন্দোলন গড়ে তুলতে চাই। আমরা মনে করি মানুষ সাথে থাকলে ভোট লুট চক্রান্তকারীদের আমরা পরাস্ত করতে সমর্থ হব।