|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: দোষী পুলিশদের শাস্তির দাবিতে আগামীকাল শুক্রবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিল বামেরা। শুক্রবার ১২ ঘন্টা বাংলা বন্ধের ডাক দিল বামেরা। বামেদের অভিযোগ, বৃহস্পতিবার বিনা প্ররোচনায় পুলিশ লাঠিচার্জ করেছে। প্যারা টিচার, মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশ নির্মমভাবে আক্রমণ করেছে। দোষী পুলিশদের শাস্তির দাবিতে আগামীকাল ১২ ই ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম ও সহযোগী ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলি।
বামেদের নবান্ন অভিযানে ধুন্ধুমার ডোরিনা ক্রসিংয়ে। বাম ছাত্র যুবদের লক্ষ্য করে জলকামান, পুলিশের লাঠি,কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে। ছত্র ভঙ্গ ছাত্র যুবরা পাল্টা পুলিসকে লক্ষ্য করে ইট ও লাঠি ছোড়ে বলে অভিযোগ। ধর্মতলা চত্বর রণক্ষেত্রের চেহারা নিয়েছে। জলকামান উপেক্ষা করে পুলিশের ব্যারিকেডের দিকে এগিয়ে যাচ্ছেন বাম ছাত্র যুবরা। পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করে তাঁদের বিরত থাকতে বলা হচ্ছে।
বামপন্থী ১০টি ছাত্র যুব সংগঠনের ডাকে আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাম ছাত্র সংগঠনের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস এবং জলকামানের ব্যবহার করে।বাম কর্মীদের উপর লাঠিচার্জ করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন বাম কর্মী আহত হয়েছেন।