|
---|
খান আরশাদ, বীরভূম:
সারা ভারত কৃষক সভা, শ্রমিক ও খেতমজুর ইউনিয়ন রাজনগর শাখার পক্ষ থেকে মঙ্গলবার রাজনগরের বিডিওকে ডেপুটেশন দেওয়া হল।
এই উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা রাজনগর সিপিআইএম দলীয় কার্যালয় থেকে মিছিল করে রাজনগর ব্লক অফিসের গেটের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।এরপর তাঁরা বিডিওকে স্মারকলিপি প্রদান করেন।
আবাস যোজনা তালিকায় বহু প্রকৃত প্রাপকদের নাম বাদ গেছে। বামেদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। পুনর্বিবেচনা করে এসব ব্যক্তিদের নামে আবাস যোজনার বাড়ি যাতে প্রদান করা হয়, সেই দাবি নিয়ে মঙ্গলবার এই ডেপুটেশন দেওয়া হলো।
উপস্থিত ছিলেন বাম নেতা শীতল বাউরী, শুকদেব বাগদি, উত্তম মিস্ত্রি, অরুণ সাধু সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।