|
---|
সংবাদদাতা, মেদিনীপুর: কেন্দ্র ও রাজ্য সরকারের নানা কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোচ্চার হলো বামপন্থী শ্রমিক, কর্মচারী, শিক্ষক,ছাত্র, যুব, মহিলা সংগঠনগুলি। শুক্রবার সকালে বিভিন্ন দাবিতে গোটা দেশের সঙ্গে তালমিলিয়ে বামপন্থী ট্রেড ইউনিয়ন সমূহ ও বিভিন্ন গণসংগঠন গুলির যৌথ উদ্যোগে অবস্থান, বিক্ষোভ ও প্রতিবাদ দিবস অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের গান্ধী মুর্তির পাদদেশে।
যে সব দাবিকে সামনে রেখে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়, সেগুলো হলো, সারা দেশ জুড়ে পেট্রোল, ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করা, কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক প্রেট্রোপণ্যর উপর চাপানো শুল্ক হ্রাস,কয়লা খনি সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ না করা, শ্রমআইন বদল না করা, করোনায় লকডাউনে কাজ হারানো সযস্ত শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কমপক্ষে মাসিক ৭৫০০ টাকা ভাতার ব্যবস্থা করা, সাধারণ শ্রমিকদের পাশাপাশি পরিযায়ী শ্রমিক সহ অসংগঠিত ক্ষেত্রের সমস্ত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদান,লক ডাউন কালীন সময়ে বিদ্যুৎ বিল না নেওয়া, করোনা ও আম্ফানে দলবাজী ও দুর্নীতি রোধ করা ইত্যাদি সহ আরও অন্যান্য দাবী এদিনের কর্মসূচি থেকে উত্থাপন করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমর মুখার্জি, কীর্তি দে বক্সী, সারদা চক্রবর্তী, রথীন সরকার, সুকুমার আচার্য, শক্তি ভট্টাচার্য, দিলীপ নায়েক প্রমুখ নেতৃবৃন্দ।