দুয়ারে আইনী সহায়তা

নিজস্ব সংবাদদাতা :সামাজিক ও আর্থিকভাবে দুর্বল মানুষদের ন্যায় বিচার ও মানবাধিকার ফিরিয়ে দিতে কাজ করে আসছে ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি । তারই অঙ্গ হিসেবে ও আদালতের প্রতি মানুষের ভয় দূর করতে বাড়ী বাড়ী গিয়ে প্রচার ও কারোর কোন রকম আইনী সহায়তার প্রয়োজন আছে কিনা সে বিষয়ে জেলার সব পঞ্চায়েত, পৌরসভা এলাকায় বাড়ী বাড়ী ঘুড়ে খোঁজ নিচ্ছেন ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির পার্শ্ব আইনী সহায়করা। বৃহষ্পতিবার অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ জানান, সচিব বিচারক মহম্মদ রুকনুদ্দীন সাহেবের এর নির্দেশ মতো বোলপুর রায়পুর সুপুর, রুপপুর গ্রাম পঞ্চায়েত ও বোলপুর শহর এলাকায় এই কর্মসূচী চলছে। সাধারন মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। যাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে তা সমাধানের জন্য ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির সিউড়ী অফিসে পাঠানো হচ্ছে ও উপযুক্ত পরামর্শ দেওয়া হচ্ছে।