|
---|
নিজস্ব প্রতিনিধি : ৭৩ তম স্বাধীনতা দিবসের শুভক্ষনে কোলকাতার গড়িয়ার বুকে অনুষ্ঠিত হল বহু প্রত্যাশিত এবং যুগোপযোগী এক আইনি সচেতনতা শিবির ও গুণীজন সংবর্ধনা সভা। উপস্থাপনায় “অ্যান্টি কোরাপশন এ্যান্ড ক্রাইম কন্ট্রোল সেল” এর প্রতিষ্ঠাতা সদস্য তথা কোলকাতা উচ্চ আদালতের আইনজীবী দীপঙ্কর চক্রবর্তী বাবুর উদ্যোগে।
এই দিন সকালে আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তার পরে সান্ধায় আলোচনা সভা,গুণীজন সংবর্ধনা ও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেরা ফল করা ছাত্রছাত্রীদের পুরষ্কৃত করেন তাদের ভবিষ্যত জীবনের লড়াইয়ে উৎসাহ দিতে। এছাড়াও এলাকাবাসীর মনোরঞ্জনের জন্যে ছিলো সাংস্কৃতিক সন্ধ্যা। জি বাংলা ক্ষ্যাত সঙ্গীত শিল্পী অরিত্র তার গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের ছন্দ বেঁধে দেন।
স্বাধীনতার পর এত বছর কেটে গেলেও আইন সম্বন্ধে অন্ধকারেই আছে আপামর জনগন। আইনি অভিজ্ঞতা না থাকার কারণে তারা প্রতারিত,বঞ্চিত এবং পদদলিত হচ্ছে নিরন্তর। সেই সকল মানুষদের পাশে দাড়াতে অগ্রণী ভূমিকা পালন করছেন দীপঙ্কর বাবু এবং তার সংস্থা। তাঁর এই প্রচেস্টায় সামিল হয়ে আইনি পরামর্শ দিতে উপস্থিত হয়েছিলেন কোলকাতা হাইকোর্টের বার কাউন্সিলর ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান আইনজীবী সিদ্ধার্থ মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন গিতশ্রী মিনা চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ দীপঙ্কর সরকার ও অন্যান্য অতিথী বর্গ।
সুষ্ঠু সমাজ গড়ার কারীগড় এবং প্রকৃত গুনাগ্রহীর পরিচয় দিলেন দীপঙ্কর বাবু।