ডিএলএসএ এর আইনী সচেতনতা শিবির

নিজস্ব সংবাদদাতা,নানুর: প্যান ইন্ডিয়া এ্যাওর্য়ানেস এ্যন্ড আউটরিচ প্রোগ্রামের অংশ বিশেষে ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস ও স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির নির্দেশে ও বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির ব্যাবস্হাপনায় আইনী সচেতনতা শিবিরের আয়োজন করা হয় নানুরের চন্ডীদাস মহাবিদ্যালয় ও পার্শ্ববর্তী গ্রামে। কলেজ স্টেডুন্টসদের নিয়ে রাইট টু এডুকেশন, ডোমেষ্টিক ভায়োলেন্স, লিগ্যাল সার্ভিসেস এ্যক্ট-১৯৮৭, রোল অফ ডিএলএসএ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। সেখানে একাধিক ছাত্র-ছাত্রী তাদের ব্যাক্তিগত সমস্যা নিয়ে বিনামূল্যে পরামর্শ নেন। অন্যদিকে নানুরের গ্রামে গ্রামে গরিব দুঃস্হ মানুষরা কিভাবে, কোথায় বিনামূল্যে আইনী সাহায্য ও পরামর্শ নিয়ে তারা সমস্যা সমাধান করতে পারেন সেসবও বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধিরা বাড়ী বাড়ী গিয়ে প্রচার করেন।