|
---|
বোলপুর: শনিবার বোলপুর পৌষমেলার মূল মঞ্চে আয়োজন করা হয় আইনী পরিষেবা শিবির।
ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে সমাজের সাধারন গরিব মানুষ সহ মহিলা, শিশু, শ্রমিক, শারীরিক ও মানষিক প্রতিবন্ধীরা কিভাবে বিনামূল্যে আদালত থেকে আইনী সহায়তা পাবেন সেসব বিষয়ে আলোচনা করা হয়।
আদালতে বিচারাধীন মামলা বা মামলা না করেও আইনী পথে কি ভাবে বিভিন্ন বিবাদ নিষ্পত্তি করা যায়, কোথায় কিভাবে যোগাযোগ করবে এসব বিষয়েও আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্হিত ছিলেন ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, আইনজীবি ডঃ মানবেন্দ্র ভৌমিক, চাইল্ড লাইন প্রতিনিধি বিপ্লব ঘোষ। পুলিশ অফিসার কিশোর মুর্খাজী।
এদিন শিশুদের আইনী সুরক্ষা বিষয়ে সংক্ষীপ্ত বক্তব্য রাখেন ৮ বছর বয়সী সেখ সিফাত আহমেদ।