|
---|
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- সি পি আই এম এল ( লিবারেশন) এর কেন্দ্রীয় কমিটির আহ্বানে সাড়া দিয়ে বীরভূম জেলার খয়রাশোল লোকাল কমিটির অফিসের সামনে কমরেড লেনিনের জন্ম দিবস এবং সিপিআই এমএল পাটির প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে।সর্বহারার মহান নেতা লেনিনের জন্ম ১৮৭০ সালের ২২ শে এপ্রিল।এদিন কমরেড লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।পার্টির পক্ষ থেকে মাল্যদান করেন সিপিআই এমএল লিবারেশন খয়রাসোল
লোকাল কমিটির সম্পাদক প্রবীন কমিউনিস্ট নেতা কমরেড সাত্তার খান।এবং
পাটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করেন লোকাল কমিটির সদস্য কমরেড ভুবন রায়।সমগ্র অনুষ্ঠান
কর্মসূচি সঞ্চালনা করেন কমরেড শেখ আব্দুর
রৌউফ ওরফে শেখ বাবু। অনুষ্ঠানে বক্তারা শ্রমিক শ্রেণীর মহান নেতা লেনিনের রাজনৈতিক জীবন সংগ্রাম, শ্রমিকদের সংগঠিত করে বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন ও অবদানের কথা ব্যক্ত করেন। সেই সাথে পার্টির সূচনা তথা চিন্তা ভাবনা ও লড়াই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয় পথ সভার মাধ্যমে।